Lyrics : Tipu
Tune : Kamal / Balam
Album : Alo
Release Year : 2000
Intro :
C D7 F
F C G F (Em F G)
Gutiar Solo Backup:
C D7 F
F C G F (Em F G)
C A#maj7 C A#
F C F
C D7
সেই সুখছবি আজও ভেসে বেড়ায়
F F C G (Em F G)*
ওই ঝাউ বনের নিরালায় এখনও
C D7
সেই সুখপটে শুধু আছো তুমি
F F C G (Em F G)*
আছো আমারই চেতনার মাঝে যে
C A#
ও আমি পারি না যে
C A#
ও তোমায় ভুলে যেতে
Am C
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
Am F
জেগে রয় যে শুধু সারাক্ষণ
Am C
আমি পারি না যে ওই চোখেরই ভাষা
Am F
এই মন থেকে হারাতে
C Csus2b5
বসে থেকে একা একা
F G
শূন্য বুকেরই মাঝে যে
F Fm
তোমায় খুঁজে বেড়াই ওই নীল সীমানায়
A# G
সেই যে পাহাড় চূড়ায় তুমি নেই
Am C
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
Am F
জেগে রয় যে শুধু সারাক্ষণ
Am C
আমি পারি না যে ওই চোখেরই ভাষা
Am F
এই মন থেকে হারাতে
Am C
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
Am F
জেগে রয় যে শুধু সারাক্ষণ
Am C
আমি পারি না যে ওই চোখেরই ভাষা
Am F
এই মন থেকে হারাতে
Leave A Comment