Lyrics: Hasan
Tune: Ark
Album: Jonmovumi
Released Year: 1998
Intro:
D – – – D# – – – x 2
Guitar Solo:
D – F# – Bm – B7 – Em – D#aug – Asus4 – A
D – F# – Bm – B7 – Em – D#aug – Asus4 – A
D Daug A
অভিমানে নয় কিছুটা অভিযোগ নিয়ে
D Daug A
অন্য কিছু নয় শুধু তোমাকে শুধাই
Em A
কতটা এই আমায় আশা হত করে
F#m Bm Esus4 E Asus4 A
তুমি সুখ খুজে পাও আনমনে নীরবে
F A#
কত অশ্রু বিনিময়
C F
তোমার অমন হৃদয়
A# Gm A
ফিরে পাবে চেতনায়
F A#
কত আত্মত্যাগের বিনিময়
Dm C A# Gm Asus4 A
তোমার অতৃপ্ততা অবসান হয়ে যায়
D Daug A
অভিমানে নয় কিছুটা অভিযোগ নিয়ে
D Daug A
অন্য কিছু নয় শুধু তোমাকে শুধাই
Keyboard Solo:
C- – – D – – – Gm – C – F – – – A# – – – A
Dm A#
জানিনা কি অভিরুচির বশে
C Dm
দূরে চলে যাও তুমি অন্তহীন পথে
Dm A#
যন্ত্রণা কেনো সঙ্গী হয়ে রয়
C F A
এই আমায় ঘিরে অশুভ প্রহর হয়ে
F#m Bm Esus4 E Asus4 A
সঙ্গিনী তুমি কি তবু সুখী আনমনে নীরবে
F A#
কত অশ্রু বিনিময়
C F
তোমার অমন হৃদয়
A# Gm A
ফিরে পাবে চেতনায়
F A#
কত আত্মত্যাগের বিনিময়
Dm C A# Gm Asus4 A
তোমার অতৃপ্ততা অবসান হয়ে যায়
Leave A Comment