Lyrics: Faisal Akram Ether

Tune: Icons

Album: Isshoronio

Releaseed Year: 2005

Guitar Tuning : Standard

Intro : Bm G (x4)

Bm F#m G A

Bm F#m G A

Bm           D

এই মনে আজো পড়ে থাকি আমি

A     G

অনন্ত ডুবে যাই হতাশায়

Bm         D

তুমি রয়ে যাও সঙ্গদানে

A     G

আমার অপেক্ষায়

Bm       D

শূন্য চোখে তোমায় দেখা

A          G

এখনও এখানে দাঁড়িয়ে একা

Bm        D

বহুদিন পড়ে তুমি ভুলে গেছ

A     G

আমার সত্ত্বা

Em     G

কতবার ভেবে গেছি আমি

D     A

পৃথিবী ভালোবেসে যাই

Bm  G         D

তুমি ভালো থাকো ঘুমের ভেতর

A             Bm

আমায় আড়াল করে

     G       D          A

ভেঙ্গে পড়ে আকাশের নীল জাদুকর

Bm

অন্তরে..

Bm           G

পথের গন্তব্য কি জানতে চেয়েছি

Bm             G

একা একা আলোর পথে হাটা

Bm          G

আমার শব্দহীন পৃথিবীর

Bm        G

একটু জীবন চাই

Em     G

কতবার ভেবে গেছি আমি

D     A

পৃথিবী ভালোবেসে যাই

Bm  G         D

তুমি ভালো থাকো ঘুমের ভেতর

A             Bm

আমায় আড়াল করে

     G       D          A

ভেঙ্গে পড়ে আকাশের নীল জাদুকর

Bm

অন্তরে..

Guitar Solo

Bm D A G A

Bm D A G

Bm  G         D

তুমি ভালো থাকো ঘুমের ভেতর

A             Bm

আমায় আড়াল করে

 G       D          A

ভেঙ্গে পড়ে আকাশের নীল জাদুকর

Bm

অন্তরে..