Lyrics : Asad Deholovi
Tune: James
Album: Screw Drivers
Release Year: 1996
D যে পথে পথিক নেই A বসে আছি সেই পথে D একা আমি একলা রাতে A শত শতাব্দী ধরে [Chorus] Em চুপচাপ নিশ্ছুপ চারিধার Bm বসে আছি এই আমি Em এক গ্লাস জোছনা আর Bm এক গ্লাস অন্ধকার হাতে [Verse] Bm অর্ধেক পুর্ণিমা রাতে, F#m মেঘের আড়ালে Bm আকাশের লুকোচুরি খেলা, F#m নির্ঘূম রাত শেষে Em চাঁদের ফাসিঁ হয়, Bm সূর্যের আশীর্বাদে Em ক্লান্ত প্রভাতে, Bm সূর্যের আশীর্বাদে।। [Verse] Bm রাত জাগা অজস্র তাঁরা F#m বানায় আলোর সেতু Bm নিরব রাতে নিরবতা ভাঙ্গে F#m উড়ন্ত ধূমকেতু Em ছায়াপথ ধরে Bm আমি হেঁটে যাই, অসীম আমি Em Bm ঈশ্বরের মত ভবঘুরে স্বপ্নগুলো D A D রাতের অরণ্যে ভোজসভায় উৎসবে মাতে A একা আমি একলা রাতে [Chorus] চুপচাপ .. অন্ধকার হাতে।। (Repeat) [Outro] Em পথ ধরে আমি হেঁটে যাই অসীম আমি Bm ঈশ্বরের মত ভবঘুরে স্বপ্নগুলো D A D রাতের অরণ্যে ভোজসভায় উৎসবে মাতে A একা আমি একলা রাতে
Leave A Comment