Tune: Fuad

Album: Kromannoy

Release Year : 2008

F

আজ আমি পিছে তাকিয়ে দেখি

D#

সব কিছু হারিয়ে যায়

A#                  C

শূন্য শুরুর শেষে আমার

F

গল্পগুলো কি ফিরে পাবো

D#

থাকবে কি ঐ বাতাসে

A#                C

যা হারিয়ে গিয়েছিল

Dm

আজ সবকিছু এলোমেলো

G7

এলোমেলো এক ঘরে

Gm         C

বন্দী হয়ে আমি

F

কেনো হারিয়ে যায় স্মৃতিগুলো

Dm        C7               F

স্মৃতিগুলো কেনো হারিয়ে যায় ??

F                      Dm

তোমার জন্য সত্য মিথ্যা

Dm          A#                 C

গল্পগুলো কি সব বদলে গেলো ?

এই গান আমি গাচ্ছি আজ

অন্ধকার ঘরে বসে

গেয়ে যাও আমার সাথে

তোমার জন্য ছিল এই গান

এখনো যে আছে ,

থাকবে চিরকাল

আজ সবকিছু এলোমেলো

এলোমেলো এক ঘরে

বন্দী হয়ে আমি

F                            G7

কেনো হারিয়ে যায় স্মৃতিগুলো

Dm    A#                 F

স্মৃতিগুলো কেনো হারিয়ে যায় ??

F                    Gm

তোমার জন্য সত্য মিথ্যা

G                A#              C

গল্পগুলো কি সব বদলে গেলো ?