Song: Shorolotar Protima
Singer: Khalid
Music: Prince Mahmud
Lyrics: Prince Mahmud
F A# F C
তুমি আকাশের বুকে বিশালতার উপমা
F A# F C
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা
A# F A# C
আমি তোমাকে গড়ি ভেঙ্গেচুড়ে শতবার
A# C F Am A# C F Dm
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
A# C F D
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
A# C F A
লাগে না লাগে না জোড়া..
A# C F
লাগে না লাগে না জোড়া..
F A
আমার পথে তোমার ছায়া
A# Gm F
পড়লে আড়াল করে
F A
থমকে সে যাবে জীবন গতি
A# Gm F
সে কি তোমার অজানা
A# C F Am A# C F Dm
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
A# C F D
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
A# C F A
লাগে না লাগে না জোড়া..
A# C F
লাগে না লাগে না জোড়া..
F A
শ্রাবণ বেলায় তোমারই কথা
A# Gm F
ভেবে বিষন্ন এ মন..
F A
আশার পথে দিয়েছি পাড়ি
A# C F
যেথা তোমার বিচরন..
A# C F Am A# C F Dm
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
A# C F D
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
A# C F A
লাগে না লাগে না জোড়া..
A# C F
লাগে না লাগে না জোড়া..
Leave A Comment