Lyrics, Tune, Voice: Adnan Asif.
Music: Amzad Hossain.

[Verse]
F#m C#m
এই রাস্তা গুলো লাগে
D
বড় অচেনা

F#m C#m
আকাশটার সাাথে নেই
D
জানাশোনা………

F#m C#m
এই রাস্তা গুলো লাগে
D
বড় অচেনা
F#m C#m
আকাশটার সাাথে নেই
D
জানাশোনা

[Pre- Chorus]
F#m E
আমি তোর প্রেমেতে অন্ধ
F#m E
ছিল চোখ কান সব বন্ধ
C#m Bm
থেমে গেছে
E
জীবনের “লেনাদেনা”

F#m E
সেই পুরোনো রাস্তাটাই
F#m E
আজ একা একা হেটে যায়
C#m Bm E
হচ্ছে না হিসাবের বনিবনা

[Chorus]
F#m
এখন এমনি করে

“ভাল”..
E
কেমনি করে

বাসি…..
D E
অন্য কোন পাখিকে…

F#m
তার চেয়ে ভাল ছিল

তুই
E
নিজ হাতে “খুন” করে…
C#m
যেতি………………………………………!
F#m
আমাকে

[Verse]
F#m E
এই দুপুর রোদের ভিরে…
F#m E
একটু খিদে পেলে…
C#m
তোর নাম্বারটায়
Bm
ফোনতো আর
E
ঠোকে না….

F#m E
তুইতো জানিস ঠিক……
F#m E
তুই ছাড়া আমার..

C#m
মুখে অমৃতটাও
Bm E
একা রোচে না…

[Pre-Chorus]
A
মাঝ রাতে তোর
C#m
S M S er Tone
D
আমার গোভীর ঘুমটাকে
E
আর ভাঙ্গায় না……

A
ব্যাস্ত নগরে..
C#m
আমার বুকের গভীরে
D
তোর মাথা রাখা মনটাকে
E
রাঙ্গায় না….

[Chorus]
F#m
এখন এমনি শত
যন্ত্রণা…

E
কেমনি করে বলি
D E
অন্য কোন সাথীকে…
F#m
তার চেয়ে ভাল ছিল তুই
E
নিজ হাতে “খুন” করে
C#m
যেতি
F#m
আমাকে

[Bridge]
F#m
কত না ভাল হতো তুই
F#m
আসতি যদি ফিরে….
F#m
স্বপ্ন দিয়ে মোরা এই
F#m
ভালবাসার নীড়ে…..
F#m
আজীবন হয়ে রইতাম আমি
E
তোর “ক্রীতদাস”…….

F#m
ইহকালটাই করে

দিতাম তোর
D
জান্নাতে বসবাস….
F#m
আজীবন হয়ে রইতাম আমি
E
তোর “ক্রীতদাস”…….

F#m
ইহকালটাই করে

দিতাম তোর
D
জান্নাতে বসবাস….

C#m Bm

[Chorus]

F#m
এখন এমনি করে

“পূজো”..
E
কেমনি করে দেবো..!
D
অন্য কোন
E
“দেবী”কে…

F#m
তার চেয়ে ভাল ছিল তুই
E
নিজ হাতে “খুন” করে
C#m
যেতি
F#m
আমাকে