Lyric: Snahashish Ghosh
Tune: Imran Mahmudul
Released Year: 2021
Gm F
এই মন গলে, পড়েছে ঢলে
D# F Gm
তোর মনেরই কোলে, এক দেখায়
Gm F
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
D# F Gm
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়
A# Cm A#
সুখ বলে কিছু থাকে যদি এই পৃথিবীতে
A# Cm D# Gm
তার সবই যেন আছে তোর ওই চোখের মণিতে
Gm F
এই মন গলে, পড়েছে ঢলে
D# F Gm
তোর মনেরই কোলে, এক দেখায়
Gm F
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
D# F Gm
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়
D#Maj7 F D#Maj7
তোর হাসি থেকে যেন মুক্ত ঝরে পড়ে
D#Maj7 F D#
তোর মায়া ভরা মুখটা, খুব যে মনে ধরে
F D#Maj7
মনে কেন জানি তোকে চিনেছে ভীষণ
F D# Gm
তুই ছাড়া লাগেনা আর কাউকে আপন
Gm F
এই মন গলে, পড়েছে ঢলে
D# F Gm
তোর মনেরই কোলে, এক দেখায়
Gm F
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
D# F Gm
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়
D#Maj7 F D#Maj7
রাতজাগা স্বপনে আজ ঘুমটা গেছে চলে
D#Maj7 F D#
মন সারাক্ষণই শুধু তোর কথা যে বলে
F D#Maj7
হাতে হাত রেখে তোকে বলছি যে শোন
F D# Gm
আগলে রব যে তোকে সারাজীবন
Gm F
এই মন গলে, পড়েছে ঢলে
D# F Gm
তোর মনেরই কোলে, এক দেখায়
Gm F
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
D# F Gm
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়
Leave A Comment