Lyrics: Arnob

Tune: Arnob

Album: Doob

Released Year: April 3, 2008

Chai Guitar Chords by Arnab
Chai Rhythm Patterns by Arnab
Chai Chords: 
D          G      C    G
একটা একটা এলোমেলো পায়ে
D          G           C   G
একটু একটু তোমার কাছেই যাওয়া
D          G      C      G   Em
একটা দুটো অচেনা কথার মোড়ে
D         G
একটু একটু তোমায় খুঁজেই পাওয়া
D       G   D       G    Em
একটা একটা এলোমেলো পায়ে
D          G
একটু একটু তোমার কাছেই যাওয়া
D          G                Em
একটা দুটো অচেনা কথার মোড়ে
D         G
একটু একটু তোমায় খুঁজেই পাওয়া
 

D            Em          C              G
মেঘের থেকে আকাশ ছোঁয়া মেঘ করে সব চুরি
D            Em             C   G
চাঁদ পোড়ানো রাত জাগার আড়ষ্ট নাই
D            Em        C            G
ভাবছি যত উজার করে দিচ্ছি আমার সব
D            Em           C    G
আসলে এসব তোমার কাছেই চাই
D            Em          C              G
মেঘের থেকে আকাশ ছোঁয়া মেঘ করে সব চুরি
D            Em             C   G
চাঁদ পোড়ানো রাত জাগার আড়ষ্ট নাই
D            Em        C            G
ভাবছি যত উজার করে দিচ্ছি আমার সব
D            Em           C    G
আসলে এসব তোমার কাছেই চাই
 
Bridge:
D Bm G D Bm  C G D Bm C G D Bm C G
 
D         Bm             C    G
একটা একটা ঘুম ভাংগানোর ছলে
D          G           C     G
একটু একটু স্বপ্ন দেখে সারা
D         G
একটা দুটো বায়না বাকি রেখে
D         Bm           C   G
একটু একটু নিজের কাছেই হারা
D         Bm             C    G
একটা একটা ঘুম ভাংগানোর ছলে
D         Bm          C     G
একটু একটু স্বপ্ন দেখে সারা
D         C           G
একটা দুটো বায়না বাকি রেখে
D         Bm           C   G
একটু একটু নিজের কাছেই হারা
 
D            Em          C              G
মেঘের থেকে আকাশ ছোঁয়া মেঘ করে সব চুরি
D            Em             C   G
চাঁদ পোড়ানো রাত জাগার আড়ষ্ট নাই
D            Em        C            G
ভাবছি যত উজার করে দিচ্ছি আমার সব
D            Em           C    G
আসলে এসব তোমার কাছেই চাই
D            Em          C              G
মেঘের থেকে আকাশ ছোঁয়া মেঘ করে সব চুরি
D            Em             C   G
চাঁদ পোড়ানো রাত জাগার আড়ষ্ট নাই
D            Em        C            G
ভাবছি যত উজার করে দিচ্ছি আমার সব
D            Em           C    G
আসলে এসব তোমার কাছেই চাই

Check all Guitar Chords by Arnob