
D7 G
তুমি হীনা এই বেঁচে থাকায়
C9 D DM7
শূন্য হয়ে যাই,
Bm Gm
শোকাহত আলো জ্বেলে
Em A7
শূন্যতায় হারাই,
D7 G
মনে পড়ে সেই শুভ্র কথা..
C9 D DM7
হারানোর ভয়
Bm Gm
এখন অনেক দূরে….
E A7
তুমিহীনতায়
F G D F G A
হায় সময়.. কত বদলায়..
D Bm
তোমায় মগ্ন ছিলাম
F#m
গভীর উষ্ণতায়
G
নিজের অস্তিত্ব ভুলে
Bm F#m
তাই আজ গভীর বিস্ময়
G
প্রাণহীন এক মনে
Gm
হারাই আমি
D7 G
কত হেটেছি এ পথে
C9 D DM7
এই শহরে
Bm Gm
স্মৃতিগুলো আজ স্মৃতি
Em A7
সময়ের ফাঁদে
D7 G
এই ভাঙা শহরে
C9 D DM7
অজস্র কোলাহলে
Bm Gm
আমি একা পরে আছি
Em A7
বিষাদের মাঝে..
F G D F G A
হায় সময়.. কত বদলায়..
D Bm
তোমায় মগ্ন ছিলাম
F#m
গভীর উষ্ণতায়
G
নিজের অস্তিত্ব ভুলে
Bm F#m
তাই আজ গভীর বিস্ময়
G
প্রাণহীন এক মনে
Gm
হারাই আমি
Bm G Gm
আবারো একই পথে
Bm G Gm
হেঁটে যাই দুজনে
Bm G Gm
ঘাসের উপর লোহিত বিকেল
Bm G Gm
স্বপ্ন বুনে যাই নিরবে
Bm G Gm
গাঢ় উষ্ণতায় আবারো হারাই
Bm G Gm
আমরা দু’জনে আবেগে
Bm G Gm
জীবন ভালোবাসি
Bm G Gm
তুমি আছো বলে
Leave A Comment